মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ১৩ আগস্ট ২০২৩ :
নওগাঁর মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে রোববার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুপ কুমার মহন্তের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মাধ্যমিক শিক্ষা কমকর্তা সেখ শাহ্ আলম, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক কল্পনা রানী প্রামানিক, সহকারী অধ্যাপক খালেনুর বেগম, সহকারী শিক্ষক লায়লা আঞ্জুমান বানু, সহকারী শিক্ষক এনামুল হক প্রমুখ।
শেষে বিদায়ী শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।