মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৪ জানুয়ারী ২০২০ :
শুক্রবার বিকেলে নওগাঁ শহরের পার-নওগাঁ হাজিপাড়া মাঠে স্থানীয় ঘোড় দৌড়প্রেমী আনিছুজ্জামান মিঠুর পৃষ্ঠপোষকতায় পার-নওগাঁ নব-তরুণ সংসদের উদ্যোগে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতার প্রধান আকর্ষন ছিল ঘোড় সোয়ারী তাসমিনার ঘোড় দৌড় ও বিভিন্ন কলাকৌশল প্রদর্শন। ছিল ৮ বছর বয়সের আব্দুল্লাহর ঘোড় দৌড়।
বয়স অনুসারে ৩টি বিভাগে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ক-বিভাগে বিজয়ী হয় আব্দুল মজিদের ঘোড়া, খ-বিভাগে আব্দুল্লাহর ঘোড়া ও গ-বিভাগে ভোলার ঘোড়া। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন আয়োজক সংসদের সভাপতি এনামুল হক, সম্পাদক সারেয়ার তানজিদ সম্রাট, একুশে পরিষদ নওগাঁর সম্পাদক এম.এম রাসেল প্রমুখ।
ঘোড় দৌড় প্রতিযোগিতা দেখার জন্য আশেপাশের অসংখ্য নারী-পুরুষসহ নানা বয়সের মানুষ সমবেত হন।
আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক মুক্ত করা ও নতুন প্রজন্মের কাছে হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলাকে তুলে ধরার লক্ষ্যে এই প্রতিযোগিতা। #