মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৪ জানুয়ারী ২০২০ :
বৃহস্পতিবার বেলা ১১ টায় নওগাঁর মান্দা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী ও জাতীয় সমাজ সেবা দিবস পালন উপলক্ষে মাদকবিরোধী সপ্তাহের উদ্বোধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে উপজেলা চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা আলতাফ হোসেন প্রমুখ। #