নওগাঁ ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় গাছের সাথে শত্রুতা!<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার, মান্দা (নওগাঁ), ১০ আগস্ট ২০২৩ :

নওগাঁর মান্দায় “কাঞ্চন আলোক দিয়ার” জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণ ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ আগস্ট) মসজিদ কমিটির পক্ষে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবুল হোসেন নামে এক ব্যক্তি। অভিযোগকারি কাঞ্চন গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং ওই জামে মসজিদের মোয়াজ্জেমের দায়িত্ব পালন করছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, “কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদ” এর নামে ওয়াকফ করা ২২ শতক জমি নিয়ে কমিটির লোকজনের সাথে একই গ্রামের প্রতিপক্ষের লোকজনের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে বিবাদমান জমিতে রোপিত ২০০টি কলা গাছ, ৯০টি বাঁশ ও গো-খাদ্য (নেপিয়ার ঘাস) কেটে ফেলাসহ ওই জমির মাঝখানে জোরপূর্বক কাঠ-বাঁশ এবং টিন দিয়ে একটি ঘর নির্মাণ করে প্রতিপক্ষের লোকজন। জানতে পেরে মসজিদ কমিটির লোকজন ৯৯৯ ফোন দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাবার পরই প্রতিপক্ষের লোকজন আবার ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখে। কেউ তাদের প্রতিহত করতে গেলে খুন জখমের ভয়ভীতি দেখানো হয়। যেকোন সময় বড় ধরনের সংঘাত সৃষ্টির শঙ্কা করছেন স্থানীয়রা।

বাবুল হোসেন জানান, ওই জমি কন্ট্রাক নিয়ে ১৩ বছর যাবৎ চাষাবাদ করে আসছিলেন। প্রতিপক্ষরা তার লাগানো গাছপালা কেটে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। প্রতিপক্ষেরা জনান, বিবাদমান সম্পত্তিতে তাদের অংশ রয়েছে। বিষয়টি জানার পর ওই জমিটি বের করে নিতে গিয়ে এ বিরোধের সৃষ্টি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজামে¥ল হক কাজী বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

মান্দায় গাছের সাথে শত্রুতা!<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০২৩

মহাদেবপুর দর্পণ, মাহবুবুজ্জামান সেতু, স্টাফ রিপোর্টার, মান্দা (নওগাঁ), ১০ আগস্ট ২০২৩ :

নওগাঁর মান্দায় “কাঞ্চন আলোক দিয়ার” জামে মসজিদের জমি জবর দখল করে ঘর নির্মাণ ও গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১০ আগস্ট) মসজিদ কমিটির পক্ষে মান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বাবুল হোসেন নামে এক ব্যক্তি। অভিযোগকারি কাঞ্চন গ্রামের আব্দুস সামাদের ছেলে এবং ওই জামে মসজিদের মোয়াজ্জেমের দায়িত্ব পালন করছেন।

অভিযোগসূত্রে জানা গেছে, “কাঞ্চন আলোক দিয়ার জামে মসজিদ” এর নামে ওয়াকফ করা ২২ শতক জমি নিয়ে কমিটির লোকজনের সাথে একই গ্রামের প্রতিপক্ষের লোকজনের বিরোধ চলে আসছিলো। এরই জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে গত বৃহস্পতিবার সকাল ৬টার দিকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এসে বিবাদমান জমিতে রোপিত ২০০টি কলা গাছ, ৯০টি বাঁশ ও গো-খাদ্য (নেপিয়ার ঘাস) কেটে ফেলাসহ ওই জমির মাঝখানে জোরপূর্বক কাঠ-বাঁশ এবং টিন দিয়ে একটি ঘর নির্মাণ করে প্রতিপক্ষের লোকজন। জানতে পেরে মসজিদ কমিটির লোকজন ৯৯৯ ফোন দেন। এরপর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘর নির্মাণ কাজ বন্ধ করে দেন। পুলিশ ঘটনাস্থল থেকে চলে যাবার পরই প্রতিপক্ষের লোকজন আবার ঘর নির্মাণ কাজ অব্যাহত রাখে। কেউ তাদের প্রতিহত করতে গেলে খুন জখমের ভয়ভীতি দেখানো হয়। যেকোন সময় বড় ধরনের সংঘাত সৃষ্টির শঙ্কা করছেন স্থানীয়রা।

বাবুল হোসেন জানান, ওই জমি কন্ট্রাক নিয়ে ১৩ বছর যাবৎ চাষাবাদ করে আসছিলেন। প্রতিপক্ষরা তার লাগানো গাছপালা কেটে ফেলে লক্ষাধিক টাকার ক্ষতি করেছে। প্রতিপক্ষেরা জনান, বিবাদমান সম্পত্তিতে তাদের অংশ রয়েছে। বিষয়টি জানার পর ওই জমিটি বের করে নিতে গিয়ে এ বিরোধের সৃষ্টি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজামে¥ল হক কাজী বলেন, ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা গ্রহণ করা হবে।