প্রকাশের সময় :
০১:০৬:৩২ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
৮৬৫
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ১০ জুলাই ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে ৩০ জন ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়া রোগী পেলেন ১৫ লাখ টাকার এককালিন আর্থিক অনুদান।
সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় এ উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষ শাপলায় আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়ার রহমান পলি, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রোকনুজ্জামান প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
সমাজসেবা কর্মকর্তা জানান, ৩০ জন রোগীর প্রত্যেকের মধ্যে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লাখ টাকার চেকের হস্তান্তর করা হয়।#