নওগাঁর মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্যসেবা উদ্বোধন করা হয়েছে। এর ফলে উপজেলাবাসী সরকারি হাসপাতালে স্বল্প ফি’তে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে স্বাস্থ্য সেবা নিতে পারবেন। রোববার (৯ জুলাই) সকালে এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন ষোঘণা করেন।
এসময় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: খুরশিদুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল প্রমুখ এমপির সঙ্গে ছিলেন।
ডা: খুরশিদুল ইসলাম জানান, সোমবার বিকেল থেকে সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। সপ্তাহে তিন দিন মেডিকের অফিসার ও তিন দিন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা দিবেন। এজন্য মেডিকেল অফিসারদের ২০০ টাকা ও কন্সালল্টেন্টদের ৩০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। সেবাপ্রার্থীরা নির্ধারিত ফি দিয়ে চিকিৎসা সেবা নিতে পারবেন।#