নওগাঁ ০৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় পরিত্যক্ত হিমাগারের দেয়াল ধসে ভটভটি চালক নিহত<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৭ জুলাই ২০২৩ :

নওগাঁর মান্দায় পরিত্যক্ত হিমাগারের দেয়াল ধসে পড়ে মোকলেছুর রহমান (৪৫) নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মজিবর রহমানের ছেলে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তায় ‘জ্যোতি হিমাগার’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাইনুর ইসলাম নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, মোকছেুর রহমান একটি গরুবোঝাই ভটভটি নিয়ে জ্যোতি কোল্ড ষ্টোরেজের সামনে আসলে ওই কোল্ড ষ্টোরেজের দোতালার রেলিং ভেঙ্গে এর ইট ভটভটির ওপর পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।#

আপলোডকারীর তথ্য

মান্দায় পরিত্যক্ত হিমাগারের দেয়াল ধসে ভটভটি চালক নিহত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:২৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
Spread the love

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ৭ জুলাই ২০২৩ :

নওগাঁর মান্দায় পরিত্যক্ত হিমাগারের দেয়াল ধসে পড়ে মোকলেছুর রহমান (৪৫) নামে এক ভটভটি চালকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের চককানু গ্রামের মজিবর রহমানের ছেলে। শুক্রবার (৭ জুলাই) দুপুরে উপজেলার দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া রাস্তায় ‘জ্যোতি হিমাগার’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাইনুর ইসলাম নামে একজন প্রত্যক্ষদর্শী জানান, মোকছেুর রহমান একটি গরুবোঝাই ভটভটি নিয়ে জ্যোতি কোল্ড ষ্টোরেজের সামনে আসলে ওই কোল্ড ষ্টোরেজের দোতালার রেলিং ভেঙ্গে এর ইট ভটভটির ওপর পড়ে। এতে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।#