নওগাঁর মান্দায় আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করেছে। শুক্রবার (২৩ জুন) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মৈনম ইউনিয়নের রামপুর গ্রামের আশরাফ আলীর ছেলে।
নিহতের মা আনোয়ারা বেগম জানান, জমিজমাসহ পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দেবর অব্দুল মান্নানের সঙ্গে ছেলে আনোয়ার হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার দুপুরে মান্নানের নেতৃত্বে মোয়াজ্জেম হোসেন, আমিনুল ইসলামসহ কয়েকজন দেশীয় অস্ত্র দিয়ে আনোয়ার হোসেনকে কুপিয়ে জখম করে। তার দুই পায়ের রগ কেটে দেয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল হাসপাতালে ভর্তি করানো হয়।
মান্দা থানার এসআই আমিনুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#