নওগাঁ ০৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় দুই ভটভটির সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৩ জুন ২০২৩ :

নওগাঁর মান্দায় দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে সাহাবুদ্দিন বাবু (৩৬) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের আফসার আলী সরদারের ছেলে। শুক্রবার (২৩ জুন) দুপুরে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের ভারশোঁ মোড়ের অদুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভটভটির চালক বাবুল হোসেনও (৩৩) আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারশোঁ ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান, চৌবাড়িয়া হাটে গরু নামিয়ে বেপরোয়া গতিতে আসা একটি ভটভটির সঙ্গে গরুবোঝাই আরেকটি ভটভটির সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ভটভটিটি উল্টে যায়। এসময় বাবু ভটভটির ওপর থেকে ছিটকে পড়ে উল্টে যাওয়া ভটভটির নিচে চাপা পড়েন। পরে তাঁকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের স্বজন আকরাম হোসেন জানান, বাবু একটি ভটভটিতে করে গরু নিয়ে বিক্রির জন্য চৌবাড়িয়া হাটে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটির সঙ্গে তাঁদের ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। #

আপলোডকারীর তথ্য

মান্দায় দুই ভটভটির সংঘর্ষে গরু ব্যবসায়ী নিহত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১১:২৭:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩

মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, নওগাঁ, ২৩ জুন ২০২৩ :

নওগাঁর মান্দায় দুই ভটভটির মুখোমুখি সংঘর্ষে সাহাবুদ্দিন বাবু (৩৬) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজী গোবিন্দপুর গ্রামের আফসার আলী সরদারের ছেলে। শুক্রবার (২৩ জুন) দুপুরে দেলুয়াবাড়ি-চৌবাড়িয়া সড়কের ভারশোঁ মোড়ের অদুরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ভটভটির চালক বাবুল হোসেনও (৩৩) আহত হন। তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

ভারশোঁ ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান, চৌবাড়িয়া হাটে গরু নামিয়ে বেপরোয়া গতিতে আসা একটি ভটভটির সঙ্গে গরুবোঝাই আরেকটি ভটভটির সংঘর্ষ হয়। এতে গরুবোঝাই ভটভটিটি উল্টে যায়। এসময় বাবু ভটভটির ওপর থেকে ছিটকে পড়ে উল্টে যাওয়া ভটভটির নিচে চাপা পড়েন। পরে তাঁকে উদ্ধার করা হলেও বাঁচানো সম্ভব হয়নি।

নিহতের স্বজন আকরাম হোসেন জানান, বাবু একটি ভটভটিতে করে গরু নিয়ে বিক্রির জন্য চৌবাড়িয়া হাটে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা আরেকটি ভটভটির সঙ্গে তাঁদের ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী জানান, অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। #