প্রকাশের সময় :
১১:১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩
৮৭১
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ৫ জুন ২০২৩ : দূর্ঘটনাস্থল পরিদর্শন করেন মহাদেবপুর ভারপ্রাপ্ত ইউএনও নুসরাত জাহান ও সার্কেল এসপি জয়ব্রত পাল, দূর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি ও ঘাতক ট্রাক----ছবি : সাঈদ টিটো
Spread the love
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, ইউসুফ আলী সুমন, সোহেল রানা ও সুমন কুমার বুলেট, মহাদেবপুর (নওগাঁ), ৫ জুন ২০২৩ :
মৃত্যুপুরি হয়ে উঠেছে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক। সোমবার (৫ জুন) দুপুর সোয়া ১টায় এই সড়কের নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের হাট চকগৌরী এলাকায় আবারো ঝরেছে চার প্রাণ।
নিহতদের মধ্যে সিএনজি চালক নওগাঁ সদর উপজেলার চকপাথুরিয়া মহল্লার গাজী সরদারের ছেলে পাপ্পু সরদার (৫০), সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খলিশাকুড়ি গ্রামের আব্দুস সাত্তারের ছেলে নাজমুল ইসলাম (২২) ও একই উপজেলার সাটিকাবাড়ি গ্রামের আব্দুল জব্বারের ছেলে তানভির আহমেদ চৌধুরী (২৪) এই তিন জনের পরিচয় পাওয়া গেছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ওই ইউনিয়নের পাতনা গ্রামের সামসুদ্দিনের ছেলে মাসুম হোসেন জানান, তিনি হাটচকগৌরীতে যাবার সময় ঘটনাস্থলে পৌঁছলে মহাদেবপুরের দিক থেকে আসা একটি সিএনজি একটি ট্রাককে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাক (ঢাকা মেট্রো ট ১৮-৩৫৪৯) সিএনজিকে মুখোমুখি চাপা দেয়। এতে সিএনজির চালক ও তিন যাত্রী ঘটনাস্থলেই নিহত ও অপর দুজন মারাত্মক আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করায়।
ওই সড়ক সংলগ্ন বয়লারের চাতাল কন্যা রাসেদ হোসেনের স্ত্রী বেবী আকতার জানান, বিকট শব্দে এক্সিডেন্ট হলে তারা দ্রুত রাস্তায় এসে দেখতে পান ট্রাকের চাকার নীচে সিএনজি ঢুকে দুমড়ে মুচড়ে গেছে। এখানে সেখানে পড়ে আছে বিকৃত মরদেহ। কারও মাথার মগজ বের হওয়া, কারও নারী ভুড়ি বের হওয়া, কোথাও কোথাও পড়ে আছে থেতলে যাওয়া বিচ্ছিন্ন মাংশ।
দূর্ঘটনার খবর নওগাঁর পুলিশ সুপার রাশেদুল হক, মহাদেবপুরের ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি কমিশনার (ভূমি) নুসরাত জাহান, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল, মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন, ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রামপ্রসাদ ভদ্র ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, মরদেহগুলো উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া দূর্ঘটনাকবলিত সিএনজি উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, এরআগে গত ২৭ এপ্রিল এখান থেকে এক কিলোমিটার পশ্চিমে বেলঘরিয়া নামক স্থানে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরো চারজন নিহত ও ১৫ জন আহত হন।#