নওগাঁ ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

পোরশায় বিজিবির হাতে মাদক ব্যবসায়ী আটক<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৫ জুন ২০২৩ :

নওগাঁর পোরশা থেকে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার নিতপুর শিতলী ডাংগাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।

১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল আজিজ জানান, বিআইপি সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে নায়েক খোকন মিয়া সঙ্গীয় ফোর্সসহ রোববার (৪ জুন) দিবাগত রাত ৮টায় সীমান্তের ২৩০/১০এস নং পিলারের বাংলাদেশের ৮০০গজ অভ্যন্তরে তাকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি গ্রামিণ সীম, নগদ ৩০০টাকা, একটি ওয়ালটন মোবাইল সেট ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

রাতেই তাকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#

আপলোডকারীর তথ্য

পোরশায় বিজিবির হাতে মাদক ব্যবসায়ী আটক<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৫:১০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ৫ জুন ২০২৩

মহাদেবপুর দর্পণ, এম রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ৫ জুন ২০২৩ :

নওগাঁর পোরশা থেকে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি ২০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জহুরুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। তিনি উপজেলার নিতপুর শিতলী ডাংগাপাড়া গ্রামের ফজলুল হকের ছেলে।

১৬ বিজিবি নিতপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল আজিজ জানান, বিআইপি সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে নায়েক খোকন মিয়া সঙ্গীয় ফোর্সসহ রোববার (৪ জুন) দিবাগত রাত ৮টায় সীমান্তের ২৩০/১০এস নং পিলারের বাংলাদেশের ৮০০গজ অভ্যন্তরে তাকে আটক করেন। আটকের সময় তার কাছ থেকে ভারতীয় ২০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি গ্রামিণ সীম, নগদ ৩০০টাকা, একটি ওয়ালটন মোবাইল সেট ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।

রাতেই তাকে পোরশা থানায় হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।#