নওগাঁর মান্দায় অতিরিক্ত চোলাই মদ পান করায় আমিনুল ইসলাম শান্ত (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সে উপজেলার কালিকাপুর গ্রামের আবদুল লতিফের ছেলে ও কালিকাপুর-চককালিকাপুর স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৮ মে) ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, শনিবার সকাল ১০টা থেকে সে এক প্রতিবেসীর বাড়িতে চোলাইমদ পান করতে থাকে। অতিরিক্ত মদপানে দুপুরের দিকে সে অসুস্থ হয়ে পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকী বলেন, এব্যাপারে রাজশাহীর রাজপাড়া থানায় একটি ইউডি মামলা হয়েছে।#