
মহাদেবপুর দর্পণ, কাজী সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২০ মে ২০২৩ :
নওগাঁর মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটিতে যোগদান অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১৯ মে) দিবাগত রাত ৯টায় এ উপলক্ষে উপজেলা সদরের মাছের মোড় বাগানবাড়ী মার্কেটের দোতালায় মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত সাংবাদিকদের সমাবেশে ইউনিটির সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী সাঈদ টিটো সভাপতিত্ব করেন।
দৈনিক যায়যায়দিনের মহাদেবপুর প্রতিনিধি ইউসুফ আলী সুমন এতে প্রধান অতিথি ও দৈনিক সকালের সময় প্রতিনিধি ইঞ্জিনিয়ার সাইফুর রহমান সনি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় দৈনিক মানবকন্ঠ, দৈনিক খবরপত্র ও দৈনিক জবাবদিহির মহাদেবপুর প্রতিনিধি সোহেল রানা, দৈনিক সরেজমিন বার্তা, অপরাধ দমন ও বাংলাদেশ সংবাদ প্রতিদিনের নওগাঁ জেলা প্রতিনিধি সুমন কুমার বুলেট এবং দৈনিক প্রতিদিনের কাগজের মহাদেবপুর প্রতিনিধি ও মহাদেবপুর দর্পণ.কম এর যুগ্ম বার্তা সম্পাদক কাজী আবু হুরাইরা শিলন মহাদেবপুর রিপোর্টার্স ইউনিটিতে যোগদান করেন।
সভাপতি তাদেরকে রজনীগন্ধার স্টিক দিয়ে বরণ করে নেন। পরে ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদকে সহ-সভাপতি, সুমন কুমার বুলেটকে যুগ্ম সাধারণ সম্পাদক, সোহেল রানাকে সাংগঠনিক সম্পাদক ও কাজী আবু হুরাইরা শিলনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে পদায়ন করা হয়।
এছাড়া সম্প্রতি ভারত থেকে চিকিৎসা নিয়ে আসা সংগঠনের কার্যনির্বাহী সদস্য মো: সোহেল রানা সোহেলের রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয়।
