মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ৫ এপ্রিল ২০২৩ :
নওগাঁর মহাদেবপুরে সরকারি ফান্ডে যাকাত সংগ্রহে স্থানীয় ব্যবসায়ীরা সাড়া দেননি। বুধবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এব্যাপারে উপজেলা পরিষদ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে অংশগ্রহণের জন্য স্থানীয় যাকাতদাতা ব্যবসায়ীদের আমন্ত্রণ জানানো হলেও তারা এতে অংশ নেননি।
ইসলামিক ফাউন্ডেশন মহাদেবপুরের ফিল্ড সুপার ভাইজার আ,ন,ম, রাশেদুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি জানান, উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ও উপজেলা চেয়ারম্যান অন্য প্রোগ্রামে ব্যস্ত থাকায় যাকাত আদায় সংক্রান্ত সেমিনারে উপস্থিত থাকতে পারেননি। প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং প্রায় ৬০ জন ব্যবসায়ীকে এতে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলেও তারা উপস্থিত হননি।
উপজেলা ইমাম সমিতির সভাপতি, কেন্দ্রীয় জামেহ মসজিদের ইমাম ও খতিব উপাধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তব্য দানকালে তিনি বলেন, ব্যক্তিগত উদ্যোগে যাকাত প্রদানের চেয়ে সরকারিভাবে তা বিতরণ করা হলে অনেক সহজ হবে। যাদের উপর যাকাত ফরজ হয়েছে সরকারি উদ্যোগে তাদের কাছ থেকে যাকাত সংগ্রহ করা হলে তাদের বেশিরভাগই যাকাত দিতে উৎসাহিত হবেন।