বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পুলিশি হস্তক্ষেপ, ভোটারবিহীন এক তরফা ও ভোট ডাকাতির নির্বাচনের প্রতিবাদে, আইনজীবী ও সাংবাদিকদের উপর পুলিশি নগ্ন হামলা ও আইনজীবীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নওগাঁ জেলা ইউনিটের আয়োজনে নওগাঁয় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় নওগাঁ জেলা ও দায়রা জজ কোর্ট চত্বরে আয়োজিত সমাবেশে ইউনিটের সিনিয়র সদস্য অ্যাডভোকেট জাকারিয়া হোসেন সভাপতিত্ব করেন।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, অ্যাডভোকেট সরোয়ার জাহান সরোয়ার, অ্যাডভোকেট মুনসুর আলী, অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট মিনহাজুল ইসলাম মিনহাজ প্রমুখ।
বক্তারা বলেন, ‘বর্তমান সরকার ২০১৪ ও ২০১৮১৮ সালে ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতায় এসে আইনজীবী এসোসিয়েশনসহ অন্যান্য নির্বাচনে হস্তক্ষেপ করে তাদের দলীয় প্রার্থীদের নির্বাচিত করছেন। সংবিধান পরিবর্তন করে নির্দলীয়, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন। নইলে আফগানিস্তান, শ্রীলঙ্কাসহ অন্যান্য দেশের মতো বিমানের পাখা ধরে, নদী সাঁতরিয়ে পালিয়ে বাঁচতে পারবেন না।’
বক্তারা গত ১৫ ও ১৬ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন বাতিল করে পুনঃ নির্বাচন এবং বিজ্ঞ আইনজীবীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।#