দীর্ঘ ২৩ বছর পর নওগাঁর মান্দা উপজেলা মহিলা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ মার্চ) দুপুরে উপজেলা শিক্ষক সমিতি মিলনায়তনে আয়োজিত কর্মী সম্মেলনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম. এ মতীন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা মহিলা দলের সভাপতি সীমা চৌধুরীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সহ-সভাপতি শ্রী মনোজিৎ কুমার সরকার, সাবেক সাধারণ সম্পাদক ডা: ইকরামুল বারী টিপু, জেলা মহিলা দলের সহ-সভাপতি রওশন জাহান, আমেনা বেগম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন ইসলাম, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, মহিলা নেত্রী লায়লা আরজুমান বানু, আসমা ইসলাম, বিলকিস আরা লাকি, নারগিস জাহান, জামিলা আক্তার ফেন্সি প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এম. এ মতীন বলেন, ‘মানুষের ভোটের অধিকার, ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য এবং মানুষের জীবনের নিরাপত্তা রক্ষার জন্য সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশ জাতীয়বাদী দল যে আন্দোলন সংগ্রামে রয়েছে, গণতান্ত্রিক পন্থায় সেই আন্দোলনের চুড়ান্ত রূপ দেয়ার জন্য আগামী দিনে কঠোর কর্মসূচির প্রস্তুতি গ্রহণ করেছে। সেই কর্মসূচির মাধ্যমে আমরা অবৈধ সরকারের পতন ঘটিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধিকার প্রতিষ্ঠা করবো। নওগাঁর মহিলারা সে কর্মসূটিতে সক্রিয় অংশগ্রহণ করছে।’#