নওগাঁ ০২:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

সাপাহারে সুষ্ঠুভাবে চলছে ওএমএস’র চাল বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৫ মার্চ ২০২৩ :

নওগাঁর সাপাহার উপজেলা সদরে সরকারি নিয়ম অনুযায়ী খোলাবাজারে ওএমএস এর চাল বিতরন কর্মসূচি চলছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০টা হতে প্রতিদিনের ন্যয় উপজেলার মন্ডল মোড় ও মেডিক্যাল মোড়ের দুটি পয়েন্টে সুষ্ঠু পরিবেশে সরকারি তালিকাভুক্ত পরিবারের সদস্যদের মধ্যে এসব চাল বিতরন করা হয়।

‘সকল ১০ টায় আসলে লাইনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষনের মধ্যে হামি ৩০ টাকা দরে ৫ কেজি চাল পাইছি’ বলে সুবিধাভোগী পরিবার সদস্য ফুরকুটিডাঙ্গা গ্রামের ম্যালচ্য টুডু সাংবাদিকদের জানান।

এ বিষয়ে উপজেলার ওই দুই পয়েন্টের ডিলাররা জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সরকারি নিয়ম মেনেই সকাল ১০ টা থেকে প্রতিদিনের নির্ধারিত ১ টন করে ২ টন চাল বিক্রি করা হয়। চাল শেষ হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওএমএস কর্মসূচির আওতায় উপজেলায় ২জন ডিলারের মাধ্যমে ৪০০ পরিবারের মাঝে ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে প্রতিদিন ২ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

সাপাহারে সুষ্ঠুভাবে চলছে ওএমএস’র চাল বিতরণ<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:৫৮:২০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

মহাদেবপুর দর্পণ, বাবুল আকতার, স্টাফ রিপোর্টার, সাপাহার (নওগাঁ), ১৫ মার্চ ২০২৩ :

নওগাঁর সাপাহার উপজেলা সদরে সরকারি নিয়ম অনুযায়ী খোলাবাজারে ওএমএস এর চাল বিতরন কর্মসূচি চলছে।
বুধবার (১৫ মার্চ) সকাল ১০টা হতে প্রতিদিনের ন্যয় উপজেলার মন্ডল মোড় ও মেডিক্যাল মোড়ের দুটি পয়েন্টে সুষ্ঠু পরিবেশে সরকারি তালিকাভুক্ত পরিবারের সদস্যদের মধ্যে এসব চাল বিতরন করা হয়।

‘সকল ১০ টায় আসলে লাইনে দাঁড়িয়ে থাকে কিছুক্ষনের মধ্যে হামি ৩০ টাকা দরে ৫ কেজি চাল পাইছি’ বলে সুবিধাভোগী পরিবার সদস্য ফুরকুটিডাঙ্গা গ্রামের ম্যালচ্য টুডু সাংবাদিকদের জানান।

এ বিষয়ে উপজেলার ওই দুই পয়েন্টের ডিলাররা জানান, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে সরকারি নিয়ম মেনেই সকাল ১০ টা থেকে প্রতিদিনের নির্ধারিত ১ টন করে ২ টন চাল বিক্রি করা হয়। চাল শেষ হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলে।

খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে, ওএমএস কর্মসূচির আওতায় উপজেলায় ২জন ডিলারের মাধ্যমে ৪০০ পরিবারের মাঝে ৩০ টাকা কেজি দরে মাথাপিছু ৫ কেজি করে প্রতিদিন ২ মেট্রিক টন চাল বিক্রি করা হচ্ছে।#