
পরীক্ষামূলক সম্প্রচার :
আত্রাইয়ে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ০২:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
- ৩৫৩৮

স্কুলটি প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী এবং স্থানীয় শিক্ষানুরাগী খয়বর খান বলেন, ‘এই স্কুলের প্রথম অনুদান আমি সুপারিশ করে এনে দিয়েছিলাম। আমাদের রক্তে মাংশে গড়া এই প্রতিষ্ঠানে যখন দেখি একটা বা দুইটা ক্লাস করেই শিক্ষার্থীরা বাড়ি চলে যাচ্ছে, কোন অনুশাসন নাই, তখন কষ্টে মন ভেঙে যায়। সরকারের টাকা নিয়ে দায়িত্ব পালন না করাটাও একটা দূর্নীতি। এরকম দূর্নীতিবাজ শিক্ষকদের হাতে আমাদের সন্তানরা কতটা নিরাপদ? আমরা এসবের বিহিত চাই এবং এই অযোগ্য অধ্যক্ষের হাত থেকে মুক্তি চাই।’
স্কুলের সাবেক এক শিক্ষকের ছেলে সুমনের অভিযোগ, তার পিতার পদে তাকে চাকরি দেয়ার নাম করে রতন দশ লক্ষ টাকা হাতিয়ে নিলেও তার চাকরি হয় নি। এব্যাপারে সে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে অভিযোগ জানিয়েছে।
সর্বোচ্চ পঠিত