নওগাঁ
০৩:৫৮ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
প্রচ্ছদ
মহাদেবপুর
নওগাঁ
সাপাহার
পত্নীতলা
পোরশা
নিয়ামতপুর
বদলগাছী
মান্দা
রাণীনগর
আত্রাই
ধামইরহাট
ইপেপার
আন্তর্জাতিক
এ সপ্তাহের খুৎবা
ও আমার দেশের মাটি
খেলাধুলা
জাতীয়
নওগাঁ জেলা
আত্রাই
ধামইরহাট
নওগাঁ সদর
নিয়ামতপুর
পত্নীতলা
পোরশা
বদলগাছী
মহাদেবপুর
মান্দা
রাণীনগর
সাপাহার
নিরাপদ সড়ক চাই
বাতায়ন
বিনোদন
মাদককে না বলো
মানুষ মানুষের জন্য
মিডিয়া
যারা এই দেশটাকে ভালবেসে দিয়ে গেছে প্রাণ
রাজনীতি
লিড নিউজ
সম্পাদকীয়
স্পেশাল দর্পণ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##
প্রচ্ছদ
আত্রাই
আত্রাইয়ে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ<<মহাদেবপুর দর্পণ>>
আত্রাইয়ে কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে নানা অভিযোগ<<মহাদেবপুর দর্পণ>>
মহাদেবপুর দর্পণ ডেস্ক
প্রকাশের সময় : ০২:০৩:০৬ অপরাহ্ন, শনিবার, ১১ মার্চ ২০২৩
৩৪৩৪
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১১ মার্চ ২০২৩ :
নওগাঁর আত্রাই উপজেলার সিংসাড়া কছির উদ্দিন দেওয়ান মেমোরিয়াল হাইস্কুল ও কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, নিয়োগ-বাণিজ্য, সভাপতির জাল স্বাক্ষর, শিক্ষক-কর্মচারীদের হয়রানি ও অসৌজন্যমূলক আচরণ সহ নানাবিধ অভিযোগ পাওয়া গেছে।
লুটপাট সহ বিভিন্ন খাতের ফি বৃদ্ধি করে সেই অর্থ আত্মসাৎ, খাতা, কলম, কাগজ, ভবন নির্মাণ ও সংস্কার, শিক্ষক-কর্মচারী নিয়োগসহ নানা দুর্নীতিতে জড়িত কলেজটির অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন। এসব বিষয়ে প্রতিবাদ জানিয়ে ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আয়োজনে শুক্রবার (১০ মার্চ) বিকেলে ওই কলেজ মাঠে এক সুধী সমাবেশ করা হয়েছে।
প্রতিষ্ঠানটির এ্যাডহক কমিটির প্রধান মারিয়া সালামের সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান এবাদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক আক্কাস আলী, সাবেক সভাপতি দেওয়ান মেহেদী হাসান তমাল প্রমুখ।
ছাত্র-ছাত্রী অভিভাবক ও এলাকাবাসি অভিযোগ করেন, অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন সঠিক সময়ে প্রতিষ্ঠানে আসেন না। আর আসলেও তার ব্যক্তিগত কাজ শেষ করে দ্রুত চলে যান। কলেজটিকে অধ্যক্ষ বাপ দাদার সম্পত্তি মনে করেন। তাঁর ইচ্ছে মত প্রতিষ্ঠানের বেতন বৃদ্ধি এবং ফি আদায় করেন।
মাধ্যমিক স্তরের কয়েকজন ছাত্র-ছাত্রী জানায়, ২০২২ সালের অর্ধ-বার্ষিক পরিক্ষায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রশ্নপত্র কিনে নিয়ে এসে পরিক্ষা নিয়েছেন। তাদেরকে যা পড়ানো হয়েছে প্রশ্নপত্রে তা কমন ছিলনা। বিষয়টি অধ্যক্ষকে জানালে তিনি বলেন, ‘পারলে পরিক্ষা দাও না পারলে চলে যাও।’
প্রধান অতিথির বক্তব্যে এবাদুর রহমান বলেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত নানা অনিয়মের অভিযোগ শুনে আসছি। আমরা চাই, এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত হোক এবং নিয়মতান্ত্রিক উপায়ে তাকে অপসারণ করা হোক। এরকম ব্যক্তিকে দিয়ে কোন শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হতে পারে না। এই স্কুলের সুনাম ফিরিয়ে আনতে আমরা সবধরনের পদক্ষেপ হাতে নিব।’
বিশেষ অতিথির বক্তব্যে নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল বলেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে মারাত্মক সব অভিযোগ রয়েছে। তারমধ্যে অন্যতম উনি নিজের সুবিধা হাসিলে প্রতিষ্ঠানের শিক্ষকদের মধ্যে বিভেদ তৈরি করে রেখেছেন। ইউনুস আলী দেওয়ান ও তার ভাই মহসিন আলী দেওয়ান স্থানীয়দের সহায়তায় এই গ্রামে এই প্রতিষ্ঠানটি স্থাপন করেছিলেন এবং উনাদের জীবদ্দশায় এই প্রতিষ্ঠান এলাকায় শিক্ষা বিস্তারে অত্যন্ত সুনাম অর্জন করে। পরবর্তীতে এই অধ্যক্ষ ও তার শিক্ষকদের অবহেলায় এটি তার গৌরব হারিয়েছে। স্কুলে শৃঙ্খলা বলতে কিছুই নাই। আমরা বুঝেছি এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষকরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। এই অবস্থায় আপনারা এলাকাবাসী এবং অবিভাবকরা শক্ত অবস্থান নিন এবং যথাযথ দাপ্তরিক পদক্ষেপ নিয়ে প্রতিষ্ঠানটিকে পূর্বের গৌরবময় অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।’
বিশেষ অতিথির বক্তব্যে আক্কাস আলী বলেন, ‘এই প্রতিষ্ঠানে নিয়মিত এসেম্বলি হয় না। এই সিংসাড়া গ্রাম ত্রিশজন শহীদের রক্তে রঞ্জিত। অথচ, এই গ্রামের একমাত্র উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা দিনের পর দিন জাতীয় সংগীত গায় না। তাহলে কি এই স্কুলের অধ্যক্ষ এবং শিক্ষকরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নন? আমার জানা মতে এই কলেজে বেশ কয়েকজন শিক্ষক আছেন যাদের বিষয়ে কোন ছাত্রছাত্রী নাই। তারা চাইলেই স্কুলে ক্লাস নিতে পারেন। কিন্তু অধ্যক্ষের ইন্ধনে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত। ফলে কলেজের শিক্ষকরা স্কুলে ক্লাস নেন না। বলতে গেলে তারা বসে বসেই বেতনভাতা তুলছেন। এই পরিস্থিতির অবসানে অতি দ্রুত এই অধ্যক্ষকে দাপ্তরিক তদন্তের আওতায় আনা দরকার।’
ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি দেওয়ান মেহেদী হাসান তমাল বলেন, ‘অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বানিজ্যসহ নানাবিধ অনিয়মের অভিযোগ আছে। আমি করোনাকালীন সভাপতি ছিলাম। বিধায় পাঠদানের পরিবেশ নিয়ে কোন অনিয়ম লক্ষ্য করা আমার পক্ষে সম্ভব হয় নি। তবে, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে আমি মৌখিকভাবে বহুবার উনাকে সতর্ক করেও কোন ফল পাইনি। একপর্যায়ে আমি বেতন বিলে সাক্ষর করা বন্ধ করে দিলে উনি আমার স্বাক্ষর জাল করে বেতন তোলেন। এর আগেও পূর্বের সভাপতির স্বাক্ষর জাল করে নিয়োগ দেয়ায় উনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছিল। সেই মামলায় উনি প্রায় দুইবছর জেলে ছিলেন। বর্তমানে সেই মামলা চলমান। এরকম শিক্ষকের কাছে ছাত্রছাত্রীরা কি শিখবে? আমাদের প্রতিষ্ঠানে এরকম শিক্ষক আমরা চাইনা।’
স্কুলটি প্রতিষ্ঠায় অন্যতম উদ্যোগী এবং স্থানীয় শিক্ষানুরাগী খয়বর খান বলেন, ‘এই স্কুলের প্রথম অনুদান আমি সুপারিশ করে এনে দিয়েছিলাম। আমাদের রক্তে মাংশে গড়া এই প্রতিষ্ঠানে যখন দেখি একটা বা দুইটা ক্লাস করেই শিক্ষার্থীরা বাড়ি চলে যাচ্ছে, কোন অনুশাসন নাই, তখন কষ্টে মন ভেঙে যায়। সরকারের টাকা নিয়ে দায়িত্ব পালন না করাটাও একটা দূর্নীতি। এরকম দূর্নীতিবাজ শিক্ষকদের হাতে আমাদের সন্তানরা কতটা নিরাপদ? আমরা এসবের বিহিত চাই এবং এই অযোগ্য অধ্যক্ষের হাত থেকে মুক্তি চাই।’
বিগত কমিটির বিদ্যোৎসাহী সদস্য নাজির উদ্দিন বলেন, ‘আমি কমিটিতে থাকা অবস্থায় স্কুলের সম্পদের হিসাব চেয়ে কোন সন্তোষজনক উত্তর পাইনি। অনেক চেষ্টা করেও আমরা যথাযথ দায়িত্ব পালন করতে পারিনি একমাত্র অধ্যক্ষের অসহযোগীতার ফলে। আমরা এই অচলাবস্থার অবসান চাই।’
এ ব্যাপারে প্রতিষ্ঠানের এডহক কমিটির সভাপতি মারিয়া সালাম বলেন, ‘অধ্যক্ষ সব কিছুকেই ধরাকে সরা জ্ঞান করেন। নিজেই ইচ্ছে মত সব কিছু করতে চান। আমি তাকে স্কুলের পরিবেশ ভালো করতে অনুরোধ করায় উনি আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন এবং আমার নামে নানারুপ নোংরা কথা ছড়াতে থাকেন। একজন অধ্যক্ষের এরকম আচরণ মোটেই গ্রহনযোগ্য নয়। উপরন্ত উনি প্রতিষ্ঠানে চলমান দূর্নীতি গোপন করতে আমাকে আমার দায়িত্ব পালনে বাধা প্রদান করতে বিভিন্ন অবৈধ পন্থা হাতে নিয়েছেন। আর দূর্নীতি গোপন করার কৌশল উদ্ভাবনের পেছনে সময় দিতে গিয়ে উনি ও উনার শিক্ষকমণ্ডলী পাঠদানে সময় দিতে পারছেন না। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর একটা সমাধান প্রয়োজন। আমরা প্রাথমিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড রাজশাহী বরাবর একটি আবেদন জমা দিয়েছি। দ্রুতই চুড়ান্ত অভিযোগপত্র জমা দিব আমরা. জানান মারিয়া।
স্কুলের সাবেক এক শিক্ষকের ছেলে সুমনের অভিযোগ, তার পিতার পদে তাকে চাকরি দেয়ার নাম করে রতন দশ লক্ষ টাকা হাতিয়ে নিলেও তার চাকরি হয় নি। এব্যাপারে সে লিখিতভাবে সংশ্লিষ্ট দপ্তরে ইতোমধ্যে অভিযোগ জানিয়েছে।
স্থানীয়দের দাবি, প্রতিষ্ঠানটি আজ এর ঐতিহ্য আর ছাত্র ছাত্রীদের লেখাপড়ার পরিবেশ হারিয়েছে। ছাত্র ছাত্রীরা অশ্লীল কাজে বেশি লিপ্ত হয়ে পড়েছে।
এক অবিভাবক আক্ষেপ করে বলেন, আজ এই স্কুলের নাম হয়েছে প্রেমের স্কুল। আমরা আমাদের মেয়েদের এখানে পড়াতে চাচ্ছি না মান সম্মানের ভয়ে। আর অধ্যক্ষ রতন নিজেই যেখানে তার ছাত্রীকে বিয়ে করেছেন সে প্রতিষ্ঠানের নৈতিক পরিবেশ কেমন হতে পারে, এই প্রশ্ন করেছেন অনেকেই। কারো অবর্তমানে ক্লাস নিতে গিয়ে অধ্যক্ষ তার লাইফ হিস্ট্রি, তিনি কতটা প্রেম করেছেন, কিভাবে বিয়ে করেছেন এসব আলোচনা নিয়ে ব্যস্ত থাকেন।
অভিযোগের বিষয়ে অধ্যক্ষ ফরিদুল ইসলাম রতন বলেন, ‘আমার বিষয়ে আনিত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। আমার বিরুদ্ধে লিখিত কোন অভিযোগের বিষয়ে আমার জানা নেই।’
জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান জানান, ‘আমি এখন পর্যন্ত এবিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’#
আপলোডকারীর তথ্য
সকল নিউজ দেখুন
এ জাতীয় আরো খবর
আত্রাইয়ে বৌভাতের দিন দই কিনে বাড়ি ফেরা হলো না বরের
আত্রাইয়ে সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবিরের পথসভা পন্ড
আত্রাইয়ে অজ্ঞাতনামা যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
যারা এই দেশটাকে ভালোবেসে… আত্রাইয়ে শহীদ ফাহমিনের কবরের পাশে ছাত্রদল নেতৃবৃন্দ<<মহাদেবপুর দর্পণ>>
আত্রাইয়ে নাশকতা প্রতিরোধ কমিটির সভা<<মহাদেবপুর দর্পণ>>
আত্রাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত<<মহাদেবপুর দর্পণ>>
সর্বোচ্চ পঠিত
মহাদেবপুরে বাগানের তিনশ’ ফলন্ত মাল্টা গাছ কেটে বিনষ্ট
মহাদেবপুরে ছাত্রদলের প্রীতি ফুটবল ম্যাচ
মহাদেবপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
সর্বেশষ সংবাদ
মহাদেবপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুটবল টুর্নামেন্ট
বিলুপ্তির পথে পোরশার ঐতিহ্যবাহী মৃৎশিল্প
মহাদেবপুরে স্কুলের সদস্য পদ নিয়ে যুবদল-কৃষকদল নেতার মারামারি
মহাদেবপুরে ফটোসেশনেই শেষ জাতীয় সমাজসেবা দিবস
মহাদেবপুরে ইউসিবি এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন