নওগাঁর সাপাহারে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্ত্বরে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ শাহজাহান হোসেন মন্ডল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতে কেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে, উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সার্বিক তত্ত্বাবধান ও বাস্তবায়নে আয়োজিত সেমিনার ও প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এ উপলক্ষে সেখানে আয়োজিত সেমিনারে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন সভাপতিত্ব করেন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের সায়েন্টিফিক অফিসার নাজিম উদ্দিন এতে প্রধান আলোচক ছিলেন।
এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মুহা: রুহুল আমিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা রুজিনা পারভীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান, পল্লী উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ এতে উপস্থিত ছিলেন।#