নওগাঁর মান্দায় সতীহাট বাজার বণিক সমিতির সদস্যদের সাথে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ আলম সিদ্দিকীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় সতীহাট চৌধুরীর বয়লারের চাতালে আয়োজিত এ মতবিনিময় সভায় ওসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গণেশপুর ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী সভাপতিত্ব করেন। ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামসুল ইসলাম বাদলের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোজাম্মেল হক মুকুল, ইউনিয়ন বিট পুলিশিং কমিটির বিট অফিসার এসআই ফজলে এলাহি, ইউপি সদস্য আব্দুল আলিম, ব্যবসায়ী শহিদুল ইসলাম শাহ্, আজিজুল হক, রেজাউল ইসলাম, মন্টু প্রমুখ।