প্রকাশের সময় :
০১:৫৫:০৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
১২৫৫
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৪ মার্চ ২০২৩ :
নওগাঁর পোরশায় উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বসম্মতিক্রমে শাহ আহমদ মোজাম্মেল চৌধুরী সভাপতি, সাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক, আবুল হোসেন জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক ও বশির শাহ্ সাংগঠনিক সম্পাদক-২ মনোনীত হয়েছেন।
শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় উপজেলার সারাইগাছী মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কও সিদ্দিক নান্নু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ সম্মেলন উদ্বোধন করেন। উপজেলা বিএনপির আহ্বায়ক শফি উদ্দিন মন্ডল এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টুকু, আমিনুল ইসলাম, মামুনুর রহমান রিপন, শফিউল আজম ভিপি রানা প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আবু বক্কর সিদ্দিক বলেন, আওয়ামী লীগ আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র শুরু করেছে। কিন্তু তাঁদের আর সুযোগ দেওয়া হবে না। দেশে মধ্যরাতের নির্বাচন আর হতে দেওয়া হবে না। এজন্য প্রয়োজন শক্তিশালী তৃণমূল বিএনপির। ব্যক্তিস্বার্থ ত্যাগ করে দেশ, জাতি দলের বৃহত্তর স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সম্মেলন পর্ব শেষে বিকেলে কাউন্সিলরদের সর্ব সম্মতির ভিত্তিতে প্রধান অতিথি চার সদস্যের আংশিক কমিটি ঘোষণা করেন।
উল্লেখ্য, দীর্ঘ নয় বছর পর নওগাঁর পোরশা উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ২০১৪ সালের ৮ অক্টোবর সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ওই সম্মেলনে মরহুম আব্দুল ওয়াহাব শাহ্ চৌধুরী সভাপতি ও সাদেকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দুই বছরের জন্য গঠিত কমিটি ২০১৯ সালের ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দ্বায়িত্ব পালন করে। এরপর থেকে আহ্বায়ক কমিটির মাধ্যমে চলছে উপজেলা বিএনপির কার্যক্রম। দীর্ঘদিন সম্মেলন না হওয়ায় হতাশায় ছিলেন নেতাকর্মীরা।#