প্রকাশের সময় :
০২:১৮:৩১ অপরাহ্ন, বুধবার, ১ মার্চ ২০২৩
২৮২৩
Spread the love
মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ১ মার্চ ২০২৩ :
নওগাঁর মাহমুদুস সালেহিন সদ্য ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নওগাঁ জেলা যুবদলের নেতাকর্মীরা।
বুধবার (১ মার্চ) দুপুরে নওগাঁ শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন জেলা যুবদলের নেতাকর্মীরা। পরে থানা ও পৌর যুবদলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিকী নান্নু, কেন্দ্রীয় বিএনপি’র সমবায় বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সাবেক সাংগঠনিক মামুনুর রহমান রিপন, শফিউল আজম ভিপি রানা, সাবেক সহ-সভাপতি খাজা নাজিবুল্লা চৌধুরী, জেলা যুবদলের সহ-সভাপতি সরদার সাইফুল ইসলাম সাজু, সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মানিক খান, সাংগঠনিক সম্পাদক মাসুদ হায়দার টিপু, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন, সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহাসহ পৌর-থানা যুবদলের নেতৃবৃন্দ।
প্রসঙ্গত: গত বুধবার (২২ ফেব্রুয়ারি) সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আবদুল মোনায়েম মুন্নাকে সাধারণ সম্পাদক করে ২৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে কেন্দ্রীয় যুবদলের সদস্য নির্বাচিত হয়েছেন মাহমুদুস সালেহিন।#