নওগাঁর মান্দায় বাবার জানাজায় অংশ নেয়ার জন্য নাশকতা মামলার আসামী মাইনুল ইসলাম ওরফে জব্বার (৫৫) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে পাঁচ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি দেয়া হয়েছে। নওগাঁ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খালিদ মেহেদী হাসান পিএএ এর নির্বাহী আদেশে মুক্তি পান তিনি।
আদেশের পর সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে কড়া পুলিশ পাহারায় নওগাঁ জেলা কারাগার থেকে তাকে উপজেলার নুরুল্লাবাদ ডাঙ্গাপাড়া গ্রামে নিয়ে আসা হয়। বিকেল পৌনে ৫টায় বাবার জানাজায় অংশ নেন তিনি। তার বাবা আমির উদ্দিন প্রামাণিক বার্ধক্যজনিত কারণে সোমবার ভোরে নিজ বাসভবনে মারা যান। এসময় মাইনুল ইসলাম নওগাঁ কারাগারে ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানাযায় অংশ নেয়ার জন্য তার প্যারোলের আবেদন জানালে জেলা ম্যাজিস্ট্রেট তা মঞ্জুর করেন।
উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি থানা পুলিশ উপজেলার পশ্চিম নুরুল্লাবাদ হাজীপাড়া গ্রামের মসজিদে বসে গোপন বৈঠক করার অভিযোগে মসজিদ থেকে মাইনুল ইসলামসহ জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করে। সেই থেকে তিনি নওগাঁ জেলা কারাগারে হাজতবাস করছিলেন।#