মহাদেবপুর দর্পণ, এম,রইচ উদ্দিন, পোরশা (নওগাঁ), ৩১ ডিসেম্বর ২০১৯ :
নওগাঁর পোরশা উপজেলার মোবারক হোসেন প্রতিবন্ধী বিদ্যালয়ে পিএসসি পরীক্ষা ২০১৯ সালের ফলাফলে মোট ৮ জন পরীক্ষার্থীর মধ্যে সকলেই পাস করেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মওদুদ আহমেদ জানান, শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থী সকলেই কঠোর পরিশ্রম ও আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের নিরলস পরিশ্রম ও উদার মহানুভবতার কারণে সকল পরীক্ষার্থী সম্মানের সাথে শতভাগ কৃতকার্য হয়। এতে আমরা ও অভিভাবকেরাও খুশি। আগামীতে আরো উত্তম ফলাফল বয়ে আনতে পারবে বলেও তিনি আশা প্রকাশ করেন। #