নওগাঁর মহাদেবপুরে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স গ্রাউন্ডে ফিতে কেটে এর উদ্বোধন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি সড়ক ও সেতু মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম।
এসময় উপজেলা চেয়ারম্যান আহসান হাবীব ভোদন, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসান, জেলা পরিষদ সদস্য গোলাম নুরানী আলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী অনুকুল চন্দ্র সাহা বুদু, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ ও অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল, সাংগঠনিক সম্পাদক আলফা আনোয়ার হোসেন, উপজেলা যুবলীগের আহ্বায়ক গোলাম রেজাউন্নবী আনসারী বাবু, কৃষক লীগের সভাপতি শ্রী অমিত কুমার ব্যাণার্জী বাপ্পি, কৃষক লীগ নেতা সাংবাদিক সুমন কুমার বুলেট, আওয়ামী লীগ নেতা সাংবাদিক গৌতম কুমার মহন্ত, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সাংবাদিক উজ্জল হোসেন প্রমুখ তার সঙ্গে ছিলেন।
এমপি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন। কৃষি কর্মকর্তা কৃষি ক্ষেত্রে বিভিন্ন প্রযুক্তির বর্ণনা দেন। মেলায় কৃষি প্রযুক্তি ছাড়াও বিভিন্ন ধরনের দূর্লভ গাছের চারা, কাকটাস, অর্কিড, কীটনাশক প্রভৃতি প্রদর্শন করা হয়। মেলায় সবচেয়ে আকর্শনীয় বিষয় ছিল বিভিন্ন ধরনের শষ্য দিয়ে তৈরি বঙ্গবন্ধুর মুরাল, উপজেলার মানচিত্র প্রভৃতির প্রদর্শন।
এর আগে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলা ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় এমপি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন কোন কৃষি জমি ফেলে রাখা যাবেনা। তাই খাদ্য উৎপাদন বাড়াতে সরকার কৃষকদের নানারকম সুবিধা দিয়ে আসছেন। কৃষিক্ষেত্রে যন্ত্রের ব্যবহার বাড়লেও মজুরির দামও রয়েছে সন্তোষজনক। এমপি বলেন, বিএনপি আমলে ২০ টাকা সের চাল থাকলেও তখন একজন শ্রমিক প্রতিদিনের পারিশ্রমিক পেতেন ১২ টাকা থেকে ১৫ টাকা। একদিনের মজুরিতে তারা একসের চালও কিনতে পারতেন না। আর এখন কৃষি শ্রমিকরা একদিনের মজুরি দিয়ে পুরো পরিবারের কয়েক দিনের খাবার সংগ্রহ করতে পারেন।#