মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৩১ ডিসেম্বর ২০১৯ :
সদ্য প্রকাশিত জেএসসির ফলাফলে নওগাঁর মান্দা উপজেলার কালীগ্রাম দোডাঙ্গী উচ্চ বিদ্যালয় শীর্ষ স্থান লাভ করেছে। উপজেলার কশব উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং তৃতীয় স্থান লাভ করেছে দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজ। এছাড়া উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাসের গৌরব অর্জন করেছে।
কালীগ্রাম দোডাঙ্গী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, এবারের জেএসসি পরীক্ষায় এ প্রতিষ্ঠান থেকে ১৩৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। এদের সকলেই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ ৫ লাভ করেছে ৪২ জন। শিক্ষার্থীদের এ সাফল্যে উপজেলা পর্যায়ে প্রতিষ্ঠানটি প্রথম স্থান লাভ করেছে বলেও উল্লেখ করেন তিনি।
অন্যদিকে উপজেলার প্রত্যন্ত এলাকায় গড়ে ওঠা কশব উচ্চ বিদ্যালয় এবারও সাফল্যের ধারাবাহিতা বজায় রেখেছে। এ প্রতিষ্ঠান থেকে এবারের পরীক্ষায় ১১৫ পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। শতভাগ পাসসহ এ প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ লাভ করেছে ২১ জন। শিক্ষার্থীদের এ অর্জনে উপজেলায় দ্বিতীয় স্থান লাভের গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি।
অপরদিকে দক্ষিণ মৈনম উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে অংশ নেয়া ১২৫ শিক্ষার্থীর সকলেই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ২০ জন।
এছাড়া সাফল্যের ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে গোয়ালমান্দা উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ১০৩ জন অংশ নিয়ে সকলেই পাস করেছে। জিপিএ ৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী।
অন্যদিকে গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ এবং বুড়িদহ উচ্চ বিদ্যালয় শতভাগ পাসের গৌরব অর্জন করেছে। এর মধ্যে বুড়িদহ উচ্চ বিদ্যালয় থেকে ৭ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে।
এছাড়া মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ থেকে এবারের পরীক্ষায় ১৪০ জন অংশ গ্রহণ করে। এদের মধ্যে একজন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। জিপিএ ৫ পেয়েছে ২৩ জন। #