কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর মান্দায় ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করেছে বিএনপি। নিত্যপণ্য ও গ্যাসের দাম কমানোসহ ১০ দফা দাবিতে শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপির উদ্যোগে প্রতিটি ইউনিয়নে গুরুত্বপূর্ণ পয়েন্টে পদযাত্রা কর্মসূচি পালন করা হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল চৌধুরীর নেতৃত্বে সতিহাট বাজারে, আহ্বায়ক কমিটির সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নেতৃত্বে কাঁশোপাড়া উচ্চ বিদ্যালয় এলাকায়, আহ্বায়ক কমিটির সদস্য মকলেছুর রহমান মকের নেতৃত্বে মান্দা সদর ইউনিয়নের বোর্ডঘর এলাকায় নেতাকর্মীরা পদযাত্রায় অংশগ্রহণ করেন।
এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন টুকু, বিএনপি নেতা শামশুল ইসলাম বাদলসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।#