নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দেশব্যাপী বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারী) সকাল ১০ টায় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমবেত হয়। এসময় একটি বিশাল বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে সমাবেশে মিলিত হয়।
নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের এমপি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন সমাবেশে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, আবু হানিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক খাজা ময়েন উদ্দিন, শাহজাহান আলী, আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা জাহিরুল ইসলাম, যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহজাহান আলী কমল, ভারপ্রাপ্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নাজমুল হোসেন, ধামইরহাট ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক কামরুজ্জামান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, কলেজ ছাত্রলীগ সভাপতি সৌরভ বাবু, সম্পাদক সুমন বাবু প্রমুখ উপস্থিত ছিলেন। #