মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ৮ ফেব্রুয়ারি ২০২৩ :
নওগাঁ জেলা জুড়ে এখন সর্বত্র আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে কোথায় হচ্ছে নওগাঁ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রাজনৈতিক মহল, শিক্ষাপ্রতিষ্ঠান, হোটেল রেস্তোরা সর্বত্র একই অলোচনা। যে যার এলাকায় বিশ্ববিদ্যালয়টি স্থাপনের নানান যুক্তি তুলে ধরে বিতর্ক জমে তুলছেন। অনেক আগে থেকে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নিজ নিজ উপজেলায় সমাবেশ করে নিজেদের এলাকায় তা স্থাপনের দাবি জানিয়ে আসছেন। তারা মোটামুটি চারটি জায়গায় এর দাবি জানিয়েছেন। এরমধ্যে সবচেয়ে যৌক্তিক জায়গা জেলার মহাদেবপুর উপজেলার ভীমপুর ইউনিয়নের নওহাটা মোড় এলাকা বলে একদলের দাবি।
গতবছর ২৫ মার্চ সেখানে স্থানীয় সচেতন শিক্ষক, শিক্ষার্থী ও নওগাঁবাসীর ব্যানারে বিশাল মানববন্ধনের মাধ্যমে তারা এখানে বিশ্ববিদ্যালয়টি স্থাপনের দাবি জানান। বলিহার কলেজের সাবেক অধ্যক্ষ আবু নাসেরের সভাপতিত্বে মানববন্ধনে বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী, স্বেচ্ছাসেবী সংগঠনের নেতা প্রমুখ বক্তব্য দেন। তাদের যুক্তি নওহাটা মোড় নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন হওয়ায় যাতায়াত ব্যবস্থা সবচেয়ে ভাল। রাজশাহী, বগুড়া থেকে যাতায়াত খুবই সহজ। এই স্থানটি নওগাঁ শহরের খুব কাছাকাছি নয়, আবার শহর থেকে খুব দূরেও নয়। শহর থেকে মাত্র ৯ কিলোমিটার দূরে নওহাটা চৌমাশিয়া বাজারের পাশে সরকারের ৩০০ একর খাস জমি রয়েছে। এখানে জমি অধিগ্রহণের খরচ নেই। নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম বলেন, জননেত্রী শেখ হাসিনা নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় দেয়ায় এ অঞ্চলের মানুষ হাজার বছর তার অবদান মনে রাখবেন। সংশ্লিষ্ট সকলের সুবিধা হয় এমন জায়গায় এটি স্থাপন করা হোক।
আরো পড়ুন :
মহাদেবপুরে নওগাঁর পাবলিক বিশ্ববিদ্যালয় নওহাটা মোড়ে স্থাপনের দাবিতে মানববন্ধন (ভিডিও)<>
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস স্থাপনের জন্য স্থানীয়দের দাবি করা জায়গাগুলোর মধ্যে আর একটি অন্যতম স্থান হলো জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলার সীমান্তবর্তী ছাতড়া বিল এলাকা। এই দুই উপজেলারই মৌজায় অবস্থিত। ওই এলাকার চন্দননগর কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ছাতড়া বিলই হতে পারে বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত স্থান। কারণ, ছাতড়া বাজার সংলগ্ন বিলের অধিকাংশ জমিই এক ফসলী। নিয়ামতপুর উপজেলার এই অঞ্চল অনেক ক্ষেত্রে পিছিয়ে আছে। এখানে বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে এই এলাকার মানুষের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে। নওগাঁ জেলা শহর থেকে এর দূরত্ব ৪৫ কিলোমিটার। মহাদেবপুর, মান্দা ও নিয়ামতপুর উপজেলা সদর থেকে পাকা সড়ক রয়েছে। নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের এমপি খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আওয়ামী লীগের গত তিন টার্মে এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। এরই ধারাবাহিকতায় এই বিশ্ববিদ্যালয় স্থাপন করা হচ্ছে। তাঁর এলাকাতেই এটি স্থাপনের যুক্তি রয়েছে বলে সাধারণ জনতা মনে করেন। এতে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার গ্রাম হবে শহর অঙ্গীকারও বাস্তবায়িত হবে।
এরপরের অগ্রাধিকার স্থানটি হলো নওগাঁ সদর উপজেলার দীঘলির বিল এলাকা। মুক্তিযুদ্ধের সংগঠক আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের স্মৃতি বিজরিত এই এলাকাতে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিতে ২০১৩ সাল থেকে বিভিন্ন সময় মানববন্ধন কর্মসূচি পালন করছে ‘মুভমেন্ট ফর ডেভেলপমেন্ট অব নওগাঁ’ নামের একটি সংগঠন। এই সংগঠনের প্রধান সমন্বয়কারী শফিকুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়টি অবশ্যই একটি যৌক্তিক স্থানে স্থাপন করতে হবে। শহরের খুব কাছাকাছি নয়, আবার শহর থেকে খুব দূরেও নয়।
অপর একটি স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানানো হয়েছে বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারে। জেলা শহর থেকে এর যোগাযোগ ব্যবস্থা ভাল। এছাড়া ট্রেনযোগে জয়পুরহাটের জামালগঞ্জ স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরে এটির অবস্থান। এখানে বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহারের গুরুত্ব বাড়বে।
নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বলেন, নওগাঁবাসীর সার্বিক উন্নয়ন এবং শিক্ষা গবেষণার উপযোগী পরিবেশসহ সার্বিক বিষয় দেখেই বিশ্ববিদ্যালয়ের স্থান নির্বাচন করা হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর নওগাঁ নওজোয়ান মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মালেক প্রধানমন্ত্রীর কাছে নওগাঁয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি জানান। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে সেখানে দেয়া বক্তব্যে তা বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন। এরই ধারাবাহিকতায় গতবছর ২৮ ফেব্রুয়ারি মন্ত্রিসভার বৈঠকে নওগাঁয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় আইনের খসরা অনুমোদন দেয়া হয়। ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে শিক্ষামন্ত্রী দীপু মনি ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, নওগাঁ বিল-২০২৩’ উত্থাপন করেন এবং পরে তা সংসদে পাশ হয়।#