মহাদেবপুর দর্পণ, মোছা: কাজী রওশন জাহান, মহাদেবপুর (নওগাঁ), ৩১ ডিসেম্বর ২০১৯ :
মঙ্গলবার সকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের বুজরকান্তপুর গ্রামে হামিদ মনোয়ারা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।
এ উপলক্ষে সকাল ১০ টায় সেখানে আয়োজিত সমাবেশে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি আলহাজ্ব মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পের উদ্বোধন করেন।
ঢাকা থেকে আসা ১০ জন চিকিৎসক ক্যাম্পে ১০ টি বুথে বিকেল পর্যন্ত রোগীদের চিকিৎসা সেবা দেন ।
এর আগে ৫০ জন হাফেজকে সম্মানি পাগরি, ৫০ জন ছাত্রকে স্কুল ব্যাগ ও ১৫০ জন মাদ্রাসার ছাত্রের মাঝে টুপি বিতরণ করা হয়।
অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আহাসান হাবীব ভোদন, জেলা আওয়ামী লীগের সদস্য অজিত কুমার মন্ডল, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদুর রহমান, ফাউন্ডেশনের সভাপতি মর্তুজা হোসেন মিঠু প্রমুখ এতে উপস্থিত ছিলেন। #