মহাদেবপুর দর্পণ, জিল্লুর রহমান, মান্দা (নওগাঁ), ৩১ ডিসেম্বর ২০১৯ :
সোমবার বিকেলে নওগাঁর মান্দা উপজেলা সদরের প্রসাদপুর বাজারের ধানহাটিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির উদ্যোগে কালো দিবস পালন উপলক্ষ্যে বিক্ষোভ সমাবেশ, র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক কমরেড ডা: এস এম ফজলুর রহমান এতে প্রধান অতিথি এবং নওগাঁ জেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা কৃষক সমিতির আহবায়ক কমরেড মুনছুর রহমান, মান্দা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, সদস্য সেকেন্দার আলী ও আদিবাসী নেত্রী কমরেড রেবেকা সরেন এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
সিপিবি মান্দা উপজেলা কমিটির সদস্য ও কৃষক সমিতির সভাপতি কমরেড হাফিজুর রহমান এতে সভাপতিত্ব করেন।
বক্তারা বলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যয় মান্দায় এ কর্মূসূচীর মাধ্যমে বিগত বছরের ৩০ ডিসেম্বর আওয়ালীগের ভোট ডাকাতির নির্বাচনকে কালো দিবস হিসাবে আখ্যায়িত করে প্রতিবাদ জানানোই মূল উদ্দেশ্য। যাতে করে আগামীতে দেশের অন্য কোন দল লুটতরাজ, অবৈধ ক্ষমতা অর্জন করে নিজের ভাগ্য উন্নতি করতে না পারে। সেইসাথে সকলকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাথে সহমত পোষণ করে প্রতিবাদে অংশ গ্রহণের আহব্বান জানান। #