নওগাঁর আত্রাইয়ে ব্লাড সার্কেল আত্রাই উপজেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ফ্রি ব্লাড গ্রুপিং ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার খনজোর জয়সাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে পাঁচুপুর ইউপি চেয়ারম্যান খবিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০ জন দুঃস্থের মাঝে কম্বল বিতরণ করেন। সমাবেশে শতাধিক শিক্ষার্থীর ফ্রি ব্লাড গ্রুপিং করা হয় ও বিভিন্ন রোগের চিকিৎসা দেওয়া হয়।
এসময় নওগাঁ জেলা ব্লাড সার্কেলের সভাপতি সৈয়ব আহম্মেদ, আত্রাই উপজেলা শাখার সভাপতি আশাদুল্লাহ আল গালিব, ইউপি সদস্য মুকুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। #