নওগাঁয় হিমেল হাওয়া আর কুয়াশায় নাকাল সাধারণ মানুষ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। খেটে খাওয়া ছিন্নমূল মানুষের দুর্ভোগ বেড়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৮ ডিগ্ৰি সেলসিয়াস। বদলগাছী আবহাওয়া পর্যবেক্ষণাগার কেন্দ্রের উচ্চ পর্যবেক্ষক হামিদুল হক জানান, রাত থেকেই ঠাণ্ডা হাওয়া বইছে।
বেলা বাড়লেও সূর্যের দেখা মিলেনি। কনকনে শীতে বিপাকে পড়েছেন কৃষকরা। প্রচণ্ড ঠাণ্ডায় সকালে বোরো ধানের জমি তৈরি করতে মাঠে নামতে পারছেন না তারা। এ পরিস্থিতিতে কাজ করানোর জন্য কৃষি শ্রমিকও পাওয়া যাচ্ছে না। ঠাণ্ডা বাতাস থাকায় বিপাকে পড়েছেস রিকশা-ভ্যান চালকরাও।#