নওগাঁয় ছাত্রদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা ছাত্রদলের সভাপতি রুবেল হোসেন সভাপতিত্ব করেন।
সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহার ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিকী নান্নু, সাবেক সভাপতি পৌর মেয়র নজমুল হক সানি, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি জাকারিয়া আলম রোমিও, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের জুয়েল, সাংগঠনিক সম্পাদক অমিয় কুমার দাস প্রমুখ।
সভাপতি রুবেল হোসেন বলেন, ‘বিএনপির ১০ দফার প্রথম দফা হচ্ছে এই সরকারের পদত্যাগ। কিন্তু আপনারা জানেন, স্বৈরাচার কখনো আপসে ক্ষমতা ছাড়ে না। অতত্রব তাদেরকে ক্ষমতা ছাড়তে বাধ্য করতে হবে। তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, ফয়সালা হবে রাজপথে। রাজপথে থাকতে হবে।’
বাংলাদেশ আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে দাবি করে সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম দোহা বলেন, ‘রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা যে গণতন্ত্র অর্জন করেছিলাম, সেই গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। আজ মানুষের মৌলিক অধিকার ও ভোটের অধিকার নেই। অন্ধকার কেটে যাবে, আলোর পথে যাবে বাংলাদেশ। ছাত্র সমাজ যারা যুগপৎ আন্দোলনে আছে তারা আলো দেখার জন্য ইতিহাস সৃষ্টি করবে।’
এর আগে শহরের বিভিন্ন এলাকা থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জেলা জাতীয়তাবাদী ছাত্রদল। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। মিছিলটি শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শহরের কেডির মোড় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন তারা।#