প্রকাশের সময় :
১০:৫৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২ জানুয়ারী ২০২৩
৯৯৬
মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২ জানুয়ারী ২০২৩ : পুরস্কার গ্রহণ করেন দিগন্ত একজোট মহিলা উন্নয়ন সমবায় সমিতির মহাদেবপুর শাখা ব্যবস্থাপক শামীম হোসেন----সাঈদ টিটো
নওগাঁর মহাদেবপুরে দিগন্ত একজোট মহিলা উন্নয়ন সমবায় সমিতির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার (২ জানুয়ারী) দুপুরে উপজেলা সদরের বুলবুল সিনেমা হল এলাকায় সমিতির নিজস্ব কার্যালয়ে এ উপলক্ষে আয়োজিত সমাবেশে সমিতির সভাপতি নারগিস পারভীন প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক নাদিরা পারভীন, সিনিয়র সাংবাদিক কিউ, এম, সাঈদ টিটো, সমাজসেবক রিপন হোসেন, আলহাজ¦ মশিউর রহমান মিঠু প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সমিতির সহকারী পরিচালক শহীদুল ইসলাম শামীম এতে সভাপতিত্ব করেন। সমিতির ব্যবস্থাপনা পরিচালক ফিরোজ সুলতানের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, মহাদেবপুর শাখা ব্যবস্থাপক শামীম হোসেন, নিয়ামতপুর শাখা ব্যবস্থাপক হারুন অর রশিদ, উন্নয়ন কর্মী মোস্তাক হোসেন, ইকবাল হোসেন, সুবোধ চন্দ্র প্রাং প্রমুখ।
অনুষ্ঠানে সমিতির ব্যবস্থাপনা পরিচালক সমিতির কর্মী ও সুধীজনের মধ্যে পুরস্কার বিতরণ করেন।#