নওগাঁ ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নওগাঁ দলিল লেখক সমিতির টিপু সভাপতি, রফিক সম্পাদক নির্বাচিত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ ডিসেম্বর ২০২২ :

নওগাঁ সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনে আলহাজ্ব মো. ওয়াজারাত হোসেন টিপু সভাপতি ও রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণণা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন সাব রেজিস্ট্রার রবিউল ইসলাম।

নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি এস. এম. তাহাফিজুর রহমান তাজু, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চঞ্চল হোসেন , সদস্য দেলোয়ার হোসেন, মতিউর রহমান সুমন, আবু হাসান, রইচ উদ্দীন ও নাছিম আকতার বুলবুল।#

আপলোডকারীর তথ্য

সর্বোচ্চ পঠিত

নওগাঁ দলিল লেখক সমিতির টিপু সভাপতি, রফিক সম্পাদক নির্বাচিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৯:০৭:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৯ ডিসেম্বর ২০২২ :

নওগাঁ সদর সাব রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির নির্বাচনে আলহাজ্ব মো. ওয়াজারাত হোসেন টিপু সভাপতি ও রফিকুল ইসলাম রফিক সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সমিতির কার্যালয়ে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। গণণা শেষে বিকেলে ফলাফল ঘোষণা করেন সাব রেজিস্ট্রার রবিউল ইসলাম।

নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি এস. এম. তাহাফিজুর রহমান তাজু, সহ সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান পিন্টু, কোষাধ্যক্ষ বিনা প্রতিদ্বন্দ্বিতায় চঞ্চল হোসেন , সদস্য দেলোয়ার হোসেন, মতিউর রহমান সুমন, আবু হাসান, রইচ উদ্দীন ও নাছিম আকতার বুলবুল।#