নওগাঁর আত্রাইয়ে জেলা প্রশাসকের উদ্যোগে ভূমি মালিকদের মাঝে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানে উদ্বুদ্ধকরণ ও ভূমি উন্নয়ন কর প্রদান শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত কর্মশালায় নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান পিএএ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, আনসার ও ভিডিপি কর্মকর্তা আমিনুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শাহ মোহাম্মদ আবুল কালাম আজাদসহ স্থানীয় ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, উদ্যোক্তা, বিভিন্ন ভূমি মালিক ও সাংবাদিক এতে উপস্থিত ছিলেন।#