প্রকাশের সময় :
০৬:৫৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ডিসেম্বর ২০২২
৮৯৫
Spread the love
মহাদেবপুর দর্পণ, এ কে সাজু, নওগাঁ, ২৭ ডিসেম্বর ২০২২ :
নওগাঁর মহাদেবপুর উপজেলার কৃষ্ণ গোপালপুর উচ্চ বিদ্যালয়ে চারটি পদে কর্মচারী নিয়োগে অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগের তদন্ত সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে ওই বিদ্যালয়ে নওগাঁ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান অভিযোগের তদন্ত পরিচালনা করেন।
অভিযোগ সূত্রে প্রকাশ, গত ৩০ মার্চ ওই বিদ্যালয়ের তিনটি পদে ও পরে একটি পদে কর্মচারী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে ১২ জন প্রার্থী আবেদন করেন। বিদ্যালয় পরিচালনা কমিটির পাঁচ জন সদস্য অভিযোগ করেন যে, প্রধান শিক্ষিকা প্রকৃত মেধাভিত্তিক নিয়োগের বদলে অর্ধকোটি টাকা উৎকোচ গ্রহণের মাধ্যমে অযোগ্যদের নিয়োগ দানের পাঁয়তারা করছেন। তারা এব্যাপারে গত ১৭ নভেম্বর সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে তদন্ত অনুষ্ঠিত হয়।
তদন্তের সময় ওই বিদ্যালয়ে গেলে বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাইফুল ইসলাম চৌধুরী অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষিকা প্রতিষ্ঠনটিকে তার পৈত্রিক সম্পত্তি মনে করেন। এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সম্পর্কে তার মামা। ফলে প্রধান শিক্ষিকা তার বাড়িতে বসেই যা ইচ্ছে তাই করেন। অন্যান্য সদস্যের মতামতের কোন প্রয়োজন মনে করেন না।
জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা বলেন, ‘ তদন্ত শুরু হয়েছে। ১০ কার্য দিবসের মধ্যে প্রতিবেদন উর্ধতন কর্মকর্তা বরাবর জমা দেওয়া হবে।’
বিদ্যালয় পরিচালনা কমিটির কমিটির সভাপতি সুশীল মন্ডল ও প্রধান শিক্ষিকা সীমা রানী এব্যাপারে কোন মন্তব্য করতে রাজী হননি।#