নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আয়োজিত সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার ইকতেখারুল ইসলাম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন।
উপজেলার ১২টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা মেলায় তাদের উদ্ভাবনী প্রদর্শন করছে। তারা বিজ্ঞান অলিম্পিয়াডেও অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস ছালাম, তথ্য কর্মকর্তা সানজির আহম্মেদ শিশির, মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা নাছির উদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা জিল্লুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তোফাজ্জল হোসেন, প্রধান শিক্ষক আবু হেনা মোস্তফা কামাল, অমরেন্দ্র নাথ সাহা, বিয়াম ল্যাবরেটরী স্কুলের অধ্যক্ষ বুলবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।#