নওগাঁ ০৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

ধামইরহাটে প্রবাসী রাসেলের উদ্যোগে ঘোড়দৌড় : বিজয়ী আলোচিত তাসমিনা<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, নওঘাঁ, ২৬ ডিসেম্বর ২০২২ : ঘোড়দৌড় প্রতিযোগিতায় এবারও চ্যাম্পিয়ন যথারীতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোচিত কিশোরী ঘোড় সওয়ারী তাসমিনা—-সাঈদ টিটো

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৬ ডিসেম্বর ২০২২ :

নওগাঁর ধামইরহাটে মালাহার গ্রামবাসীর সহযোগিতায় বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকা প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেলের উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় মালাহার মাঠে ৮টি রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ধামইরহাট পৌরসভার কাউন্সিলর একরামুল হক এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেল, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, নারী কাউন্সিলর শাহানাজ বেগম, মিনু আরা, ঘোড়া সমিতির পরিচালক সামসুল আলম, ঘোড়া মালিক আলহাজ¦ আবদুল মজিদ, ওবায়দুল হক প্রমুখ।

ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় যথারীতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচিত কিশোরী ঘোড় সওয়ারী তাসমিনা। অন্যান্য রাউন্ডে তাসমিনার ছোট বোন হালিমা ও পিচ্ছি ফরহাদ যৌথভাবে প্রথম হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক ভীড় জমান।

সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী। #

 

আপলোডকারীর তথ্য

ধামইরহাটে প্রবাসী রাসেলের উদ্যোগে ঘোড়দৌড় : বিজয়ী আলোচিত তাসমিনা<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০৬:৩৬:১১ অপরাহ্ন, সোমবার, ২৬ ডিসেম্বর ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৬ ডিসেম্বর ২০২২ :

নওগাঁর ধামইরহাটে মালাহার গ্রামবাসীর সহযোগিতায় বাংলাদেশী বংশোদ্ভুত আমেরিকা প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেলের উদ্যোগে বিশাল ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টায় মালাহার মাঠে ৮টি রাউন্ডে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

ধামইরহাট পৌরসভার কাউন্সিলর একরামুল হক এতে সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, প্রবাসী সাজ্জাদ হোসেন রাসেল, কাউন্সিলর আমজাদ হোসেন, মাহবুব আলম বাপ্পী, নারী কাউন্সিলর শাহানাজ বেগম, মিনু আরা, ঘোড়া সমিতির পরিচালক সামসুল আলম, ঘোড়া মালিক আলহাজ¦ আবদুল মজিদ, ওবায়দুল হক প্রমুখ।

ফাইনাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় যথারীতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোচিত কিশোরী ঘোড় সওয়ারী তাসমিনা। অন্যান্য রাউন্ডে তাসমিনার ছোট বোন হালিমা ও পিচ্ছি ফরহাদ যৌথভাবে প্রথম হয়।

ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখার জন্য মাঠে কয়েক হাজার দর্শক ভীড় জমান।

সন্ধ্যায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী। #