নওগাঁ ০৫:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মান্দায় ট্রাকের চাপায় নিহত মিলন-নীতি দম্পতির পরিবারে শোকের মাতম<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, নওগাঁ, ২৪ ডিসেম্বর ২০২২ : শুক্রবার নওগাঁয় ট্রাকের চাপায় নিহত দম্পতি মিলন ও নীতি এবং ভাগ্যক্রমে বেঁচে যাওয়া তাদের একমাত্র মেয়ে সিমরান----সাঈদ টিটো

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ ডিসেম্বর ২০২২ :

নওগাঁর হাপানিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত মিলন-নীতি দম্পতির বাড়িতে চলছে শোকের মাতম। তাদের স্বজনদের আহাজারীতে বাতাস ভারি হয়ে উঠছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় নামাজে জানাজা শেষে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছিন আলী রাজার বাড়ির পূব-দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দু’টি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

শুক্রবার বেলা ১১টায় দূর্ঘটনায় তারা নিহত হন। নিহত মিলন হোসেন (৩১) মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের আব্দুল আলী মন্ডলের ছেলে ও তার স্ত্রী নীতি খাতুন (২৪) নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের উল্লাসপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, নিহত মিলন “তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি” সতীহাট শাখায় আড়াই বছর ধরে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার ছুটির দিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে তার স্ত্রী নীতি, মেয়ে সিমরান (৪) ও ছোট ভাই শান্ত ইসলাম টিপুর ছেলে রিয়াদকে (৩) নিয়ে শ্বশুরবাড়ি উল্লাসপুরে যাচ্ছিলেন। পথে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া বাজার এলাকায় গাক অফিসের সামনে পৌঁছলে দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক তাদেরকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে মিলনের স্ত্রী তার মেয়েকে কোলে নিয়ে মোটরসাইলের পেছনে বসে থাকাবস্থায় মোটরসাইকেলের পেছন থেকে ওই ট্রাকের নিচে পড়ে যান। এসময় মিলন মোটরসাইকেলের সামনে ট্যাংকির উপরে বসে থাকা ভাতিজাকে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ফেলে দিয়ে স্ত্রীর সাথে ট্রাকের নিচে আটকে থাকা মেয়েকে উদ্ধার করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলন ও তার স্ত্রী দু’জনেই ঘটনাস্থলেই মারা যান। কিন্তু বাচ্চা দু’টি অক্ষত থাকে।

বর্তমানে তারা দু’জনে বর্দ্দপুর গ্রামে তাদের দাদার বাড়ির লোকজনের হেফাজতে রয়েছে। বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ সিমরান। আর বড়বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ রিয়াদ। উভয় পরিবারে একে অপরকে সান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছেন তারা।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান বিন ফয়সাল জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।#

আপলোডকারীর তথ্য

মান্দায় ট্রাকের চাপায় নিহত মিলন-নীতি দম্পতির পরিবারে শোকের মাতম<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:৩৭:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৪ ডিসেম্বর ২০২২ :

নওগাঁর হাপানিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত মিলন-নীতি দম্পতির বাড়িতে চলছে শোকের মাতম। তাদের স্বজনদের আহাজারীতে বাতাস ভারি হয়ে উঠছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টায় নামাজে জানাজা শেষে মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইয়াছিন আলী রাজার বাড়ির পূব-দক্ষিণ পাশে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দু’টি কবরে তাদের দাফন সম্পন্ন করা হয়।

শুক্রবার বেলা ১১টায় দূর্ঘটনায় তারা নিহত হন। নিহত মিলন হোসেন (৩১) মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের বর্দ্দপুর গ্রামের আব্দুল আলী মন্ডলের ছেলে ও তার স্ত্রী নীতি খাতুন (২৪) নওগাঁ সদর উপজেলার হাঁপানিয়া ইউনিয়নের উল্লাসপুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে।

নিহতদের পারিবারিক সূত্র জানায়, নিহত মিলন “তারা সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি” সতীহাট শাখায় আড়াই বছর ধরে ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার ছুটির দিন সকাল সাড়ে ১০টার দিকে তিনি মোটরসাইকেলযোগে তার স্ত্রী নীতি, মেয়ে সিমরান (৪) ও ছোট ভাই শান্ত ইসলাম টিপুর ছেলে রিয়াদকে (৩) নিয়ে শ্বশুরবাড়ি উল্লাসপুরে যাচ্ছিলেন। পথে রাজশাহী-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের হাঁপানিয়া বাজার এলাকায় গাক অফিসের সামনে পৌঁছলে দ্রুতগামী একটি বালুবাহী ট্রাক তাদেরকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে মিলনের স্ত্রী তার মেয়েকে কোলে নিয়ে মোটরসাইলের পেছনে বসে থাকাবস্থায় মোটরসাইকেলের পেছন থেকে ওই ট্রাকের নিচে পড়ে যান। এসময় মিলন মোটরসাইকেলের সামনে ট্যাংকির উপরে বসে থাকা ভাতিজাকে চলন্ত মোটরসাইকেল থেকে রাস্তার পাশে ফেলে দিয়ে স্ত্রীর সাথে ট্রাকের নিচে আটকে থাকা মেয়েকে উদ্ধার করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মিলন ও তার স্ত্রী দু’জনেই ঘটনাস্থলেই মারা যান। কিন্তু বাচ্চা দু’টি অক্ষত থাকে।

বর্তমানে তারা দু’জনে বর্দ্দপুর গ্রামে তাদের দাদার বাড়ির লোকজনের হেফাজতে রয়েছে। বাবা-মাকে হারিয়ে বাকরুদ্ধ সিমরান। আর বড়বাবাকে হারিয়ে শোকে স্তব্ধ রিয়াদ। উভয় পরিবারে একে অপরকে সান্তনা দেয়ার ভাষা হারিয়ে ফেলেছেন তারা।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান বিন ফয়সাল জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে এর ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হয়।#