নওগাঁ জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ৯টায় নওগাঁর বদলগাছীতে অবস্থিত আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা রেকর্ড করা হয় ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। চলতি শীত মওসুমে এটিই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। এটি আগের দিনের চেয়ে ৫ ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) এখানে তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৬ ডিসেম্বর চুয়াডাঙ্গায় দেশর সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৩ ডিগ্রি সেলিসিয়াস রেকর্ড করা হয়।
বদলগাছী আবহাওয়া পর্যবক্ষণ কেন্দ্রের কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাস প্রবাহিত হওয়ায় গত এক সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নমুখী হতে শুরু করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নওগাঁয় মৃদু শৈত্য প্রবাহ বইছে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমে যাওয়ায় তীব্র শীত অনুভূত হচ্ছে। এর আগে গত মঙ্গলবার নওগাঁয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে ঘন কুয়াশার সঙ্গে উত্তরের হিমেল বাতাসে ভোগান্তি বাড়ছে নওগাঁবাসীর। বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। রাতভর কনকনে ঠাণ্ডায় কাবু হয়ে পড়ছেন তারা। হঠাৎ করে ঠাণ্ডার সঙ্গে খাপ খাওয়াতে হিমশিম থেতে হচ্ছে তাদের। ঘন কুয়াশার কারণে নওগাঁ শহরের রাস্তাঘাটগুলাতে বিভিন্ন যানবাহন হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান জানান, ঠাণ্ডার প্রভাব বাড়ার ফলে জেলার ১১টি উপজেলায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের নির্দেশনা দেওয়া হয়েছে। এরইমধ্যে উপজেলা নির্বাহী অফিসাররা শীতবস্ত্র বিতরণ শুরু করেছেন। এবছর জেলায় মোট ৫০ হাজার ৫০০ কম্বল বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়ন এবং পৌরসভায় বিতরণ করা হবে ৪৯০টি করে।#