নওগাঁ ০৭:০৬ অপরাহ্ন, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

মহাদেবপুর দর্পণ, মহাদেবপুর (নওগাঁ), ২২ ডিসেম্বর ২০২২ : ফলাফল ঘোষণা করেন প্রধান শিক্ষক মোশাররফ হোসেন-----ছবি : আমিনুর রহামন খোকন

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২২ ডিসেম্বর ২০২২ :

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল ভবনে এক ঘন্টার এই পরীক্ষা নেয়া হয়।

স্কুল সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় ৫০টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া হয়। সঠিক উত্তরে শুধুমাত্র টিক চিহ্ন দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। ২৫৩ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ২ জন ৪৯ নম্বর করে পায়। ২৩০ জন পাশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। যারা ১৭ নম্বরের কম পেয়েছে, তাদেরকে অকৃতকার্য ঘোষণা করা হয়।

বিকেল ৪টায় প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ফলাফল ঘোষণা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক গোলাম সারোয়ার, এবিএম ইকবাল হোসেন, নাজমুল হুদা জুয়েল প্রমুখ।

প্রধান শিক্ষক জানান, গত করোনাকালীন শিক্ষার্থীরা পরাশুনা করার সুযোগ না পাওয়ায় পড়াশুনার প্রতি মনোযোগ দেয়ার জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য নেয়া প্রস্তুতি পরবর্তীতে কাজে লাগবে।

তবে সরকার যেখানে শিশুদের পরীক্ষাভীতি কমানোর জন্য পিএসপি ও জেএসপি পরীক্ষা তুলে দিয়ে প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী এবার সারাদেশের বিভিন্ন নামীদামী বিদ্যালয়ে পর্যন্ত ভর্তি পরীক্ষার বদলে লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাচ্ছেন, সেই সময় মহাদেবপুরে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। #

আপলোডকারীর তথ্য

মহাদেবপুর সর্বমঙ্গলা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ১২:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর ২০২২

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, মহাদেবপুর (নওগাঁ), ২২ ডিসেম্বর ২০২২ :

নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের সর্বমঙ্গলা পাইলট উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় স্কুল ভবনে এক ঘন্টার এই পরীক্ষা নেয়া হয়।

স্কুল সূত্র জানায়, ভর্তি পরীক্ষায় ৫০টি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া হয়। সঠিক উত্তরে শুধুমাত্র টিক চিহ্ন দিয়ে পরীক্ষা দিতে হয়েছে। ২৫৩ জন পরীক্ষায় অংশ নেয়। এরমধ্যে ২ জন ৪৯ নম্বর করে পায়। ২৩০ জন পাশ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়। যারা ১৭ নম্বরের কম পেয়েছে, তাদেরকে অকৃতকার্য ঘোষণা করা হয়।

বিকেল ৪টায় প্রধান শিক্ষক মোশাররফ হোসেন ফলাফল ঘোষণা করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী শিক্ষক গোলাম সারোয়ার, এবিএম ইকবাল হোসেন, নাজমুল হুদা জুয়েল প্রমুখ।

প্রধান শিক্ষক জানান, গত করোনাকালীন শিক্ষার্থীরা পরাশুনা করার সুযোগ না পাওয়ায় পড়াশুনার প্রতি মনোযোগ দেয়ার জন্য এই পরীক্ষার আয়োজন করা হয়েছে। ভর্তি পরীক্ষার জন্য নেয়া প্রস্তুতি পরবর্তীতে কাজে লাগবে।

তবে সরকার যেখানে শিশুদের পরীক্ষাভীতি কমানোর জন্য পিএসপি ও জেএসপি পরীক্ষা তুলে দিয়ে প্রথম পাবলিক পরীক্ষা এসএসসি করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন এবং সে অনুযায়ী এবার সারাদেশের বিভিন্ন নামীদামী বিদ্যালয়ে পর্যন্ত ভর্তি পরীক্ষার বদলে লটারীর মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাচ্ছেন, সেই সময় মহাদেবপুরে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি পরীক্ষা নেয়ায় বিতর্কের সৃষ্টি হয়েছে। #