নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড বণিক সমিতির নির্বাচনে মনিরুল হক মনি সভাপতি ও শ্রী উৎপল কুমার ঘোষ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।
অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আনছার আলী, সহ-সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, কোষাধ্যাক্ষ উজ্জল রানা, দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক অশোক কুমার, কার্যনির্বাহী সদস্য সিরাজুল ইসলাম, শাহাদৎ হোসেন, দেলোয়ার হোসেন দুলাল ও রাহুল হোসেন।
নির্বাচন পরিচালনায় বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহা প্রধান নির্বাচন কমিশনার এবং সমন্বয় বণিক সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, ডা: জাহাঙ্গীর আলম, এস এম দেলোয়ার হোসেন দুলাল ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রবিউল আলম বুলেট সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
সমিতির ১৩টি পদের মধ্যে সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, দপ্তর সম্পাদক, ক্রীড়া সম্পাদক ও ৪টি কার্যনির্বাহী সদস্যসহ ৯টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদকসহ ৪টি পদে প্রত্যক্ষ ভোটে নির্বাচন অনুষ্ঠিত হয়।#