মহাদেবপুর দর্পণ, কিউ,এম,সাঈদ টিটো, নওগাঁ, ৩০ ডিসেম্বর ২০১৯ :
৩০ ডিসেম্বর নির্বাচনের এক বছর পুর্তি গণতন্ত্র হত্যা দিবস পালন উপলক্ষ্যে আওয়ামী ফ্যাসিবাদী দু:শাসন হঠানোর দাবীতে সোমবার সকালে নওগাঁয় বাম গণতান্ত্রিক জোটের উদ্যোগে কালো পতাকা মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
সকালে আদালত চত্বর থেকে কাল পতাকাসহ একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ডা: এস,এম ফজলুর রহমান, সিপিবির জেলা সভাপতি এ্যাড: মহসিন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা অবিলম্বে ভোট ডাকাতির সংসদ ও সরকারের পদত্যাগ, গণতান্ত্রি