
পরীক্ষামূলক সম্প্রচার :
এ সপ্তাহের খুৎবা : পবিত্র কোরআন চিরন্তন, পড়তে হবে শুদ্ধভাবে<<মহাদেবপুর দর্পণ>>
-
মহাদেবপুর দর্পণ ডেস্ক
- প্রকাশের সময় : ১০:৩৪:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ সেপ্টেম্বর ২০২২
- ১০১১

লাহু মা ফিস্ সামা-ওয়াতি ওয়ামা ফিল আরদ্ব- আসমান ও জমিনে যা কিছু আছে সবকিছু তারই মালিকানাধীন।
ইয়া’লামু মা বাইনা আইদিহিম ওয়ামা খালফাহুম- তাদের সম্মুখে ও পিছনে যা কিছু আছে সবকিছুই তিনি জানেন।
ওয়াসিআ’ কুরসিইয়্যুহুস্ সামা-ওয়া-তি ওয়াল আরদ্ব- তাঁর কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে।
সর্বোচ্চ পঠিত