প্রকাশের সময় :
১২:৫০:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২ সেপ্টেম্বর ২০২২
১০৬৮
Spread the love
মহাদেবপুর দর্পণ, এম, রইচ উদ্দিন, স্টাফ রিপোর্টার, পোরশা (নওগাঁ), ২ সেপ্টেম্বর ২০২২ :
নওগাঁর পোরশায় অবৈধভাবে সার মজুদ করে রাখার দায়ে ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীর ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট জাকির হোসেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ব্যবাসায়ী দুজন হলেন উপজেলার শিশা বাজারের আদর্শ কৃষি বিতানের মালিক বিকাশ কুমার সাহা ও সাইদ ট্রেডার্সের মালিক নাজমুল আলম।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধভাবে ৫ হাজার ৫৭ বস্তা ডিএপি ও ১৪৬ বস্তা এমওপি সার মজুদ করে রাখার দায়ে বিকাশ কুমার সাহার ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের কারাদন্ড এবং ৮০২ বস্তা ডিএপি সার ও ২০১ বস্তা এমওপি সার মজুদ করে রাখার দায়ে নাজমুল আলমের ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দেয়া হয়।
তিনি আরো জানান, মজুদ সার কৃষি কর্মকর্তাদের উপস্থিতিতে শনিবার কৃষকদের মাঝে সরকারি মূল্যে বিক্রিরও নির্দেশ দেয়া হয়েছে।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপ-সহকারি কৃষি কর্মকর্তা আব্দুল হাই ও থানা পুলিশ উপস্থিত ছিলেন।#