নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের বাসস্ট্যান্ড বণিক সমিতির নির্বাচনে মনিরুল হক মনি সপ্তম বারের মত সভাপতি নির্বাচিত হয়েছেন। শনিবার (২৭ আগস্ট) দুপুরে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এই পদে থেকে স্থানীয় ব্যবসায়ীদের উন্নয়ন করে যাচ্ছেন।
নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার বিশিষ্ট ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহা, সদস্য অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক হাফিজুল হক বকুল, ডা: জাহাঙ্গীর আলম, এস এম দেলোয়ার হোসেন দুলাল ও আলহাজ্ব রবিউল আলম বুলেট।
এছাড়া সহ-সাধারন সম্পাদক পদে আরিফুর রহমান, কোষাধ্যক্ষ পদে উজ্জল হোসেন রানা, দপ্তর সম্পাদক পদে হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক পদে অশোক কুমার, কার্যনির্বাহী সদস্য পদে সিরাজুল ইসলাম, শাহাদৎ হোসেন, দেলোয়ার হোসেন দুলাল ও রাহুল হোসেনও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
আগামী ৮ সেপ্টেম্বর সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও প্রচার সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। #