নওগাঁ ০৮:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ২৯ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
পরীক্ষামূলক সম্প্রচার :
মহাদেবপুর দর্পণ.কম ও সাপ্তাহিক মহাদেবপুর দর্পণের পরীক্সষমূলক সম্প্রচারে আপনাকে স্বাগতম ## আপামর মেহনতি মানুষের অকুন্ঠ ভালোবাসায় সিক্ত নওগাঁর নিজস্ব পত্রিকা ## নওগাঁর ১১ উপজেলার সব খবর সবার আগে ## মহাদেবপুর দর্পণ একবার পড়ুন, ভালো না লাগলে আর পড়বেন না ## যেখানে অনিয়ম সেখানেই মহাদেবপুর দর্পণ ## যেখানে দূর্নীতি, অন্যায়, অবিচার সেখানেই মহাদেবপুর দর্পণ সব সময় সাধারণ মানুষের পাশে ## মহাদেবপুর দর্পণের ফেসবুক আইডিতে ফলো দিয়ে সঙ্গেই থাকি ##

নিখোঁজের দুদিন পর আত্রাইয়ের নারী চিকিৎসকের সন্ধান<<মহাদেবপুর দর্পণ>>

Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৬ আগস্ট ২০২২ :

অবশেষে নিখোঁজের দুইদিন পর কক্সবাজারে আত্রাইয়ের নারী চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন তিনি এখন রংপুরে তার বোনের বাসায় অবস্থান করছেন। তিনি কি নিজ ইচ্ছায় কক্সবাজার গেছেন, নাকি তাকে কেউ অপহরণ করেছে তা নিয়ে চলছে নানান গুঞ্জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মৌমিতা ইয়াসমিন বুশরা (২৭) গত বুধবার (২৪ আগস্ট) সকালে তার অফিসে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

এখবর ছড়িয়ে পড়লে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার মা ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ ব্যাপারে সেদিন দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি আত্রাই থানায় একটি জিডি এন্ট্রি করেন। শুক্রবার তার সন্ধান পাওয়া যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ‘আমরা তৎপরতা চালিয়ে কক্সবাজারে তার সন্ধান পেয়েছি। বর্তমানে তিনি কক্সবাজার থেকে তার বোনের বাসা রংপুরে অবস্থান করছেন। তিনি ফিরে এলে তার আত্মগোপনের প্রকৃত কারণ জানা যাবে।#

আপলোডকারীর তথ্য

নিখোঁজের দুদিন পর আত্রাইয়ের নারী চিকিৎসকের সন্ধান<<মহাদেবপুর দর্পণ>>

প্রকাশের সময় : ০১:১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ অগাস্ট ২০২২
Spread the love

মহাদেবপুর দর্পণ, কিউ, এম, সাঈদ টিটো, নওগাঁ, ২৬ আগস্ট ২০২২ :

অবশেষে নিখোঁজের দুইদিন পর কক্সবাজারে আত্রাইয়ের নারী চিকিৎসকের সন্ধান পাওয়া গেছে। সংশ্লিষ্টরা বলছেন তিনি এখন রংপুরে তার বোনের বাসায় অবস্থান করছেন। তিনি কি নিজ ইচ্ছায় কক্সবাজার গেছেন, নাকি তাকে কেউ অপহরণ করেছে তা নিয়ে চলছে নানান গুঞ্জন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মৌমিতা ইয়াসমিন বুশরা (২৭) গত বুধবার (২৪ আগস্ট) সকালে তার অফিসে দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ করেই তিনি নিখোঁজ হন। তার মোবাইল ফোনটিও বন্ধ পাওয়া যায়।

এখবর ছড়িয়ে পড়লে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তার মা ও সহকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। এ ব্যাপারে সেদিন দিবাগত রাতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি আত্রাই থানায় একটি জিডি এন্ট্রি করেন। শুক্রবার তার সন্ধান পাওয়া যায়।

আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, ‘আমরা তৎপরতা চালিয়ে কক্সবাজারে তার সন্ধান পেয়েছি। বর্তমানে তিনি কক্সবাজার থেকে তার বোনের বাসা রংপুরে অবস্থান করছেন। তিনি ফিরে এলে তার আত্মগোপনের প্রকৃত কারণ জানা যাবে।#